নেত্রকোনা শহরে অটোচাপায় একজন নিহত

নেত্রকোনা পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান (৫২) জেলা শহরের অজহর রোডের বাসিন্দা।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বেলা ১১টার দিকে আনিছুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে শহরের মাছ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে তেরিবাজার এলাকায় পেছন থেকে একটি অটোরিকশা তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আনিছুর রহমানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।