তারেক রহমানের সাজার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদের লক্ষ্মীপুরে সমাবেশ করেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান ছুট্টুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ ব্যাপারী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন কবির স্বপন।
বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের মিথ্যা মামলার রায় প্রত্যাহারের দাবি জানান।
প্রসঙ্গত, অর্থ পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এর প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি।