তারেক রহমানের সাজা
খাগড়াছড়িতে ছাত্রদলের ঝটিকা মিছিল

তারেক রহমানের সাজার প্রতিবাদে খাগড়াছড়ি শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে জেলা ছাত্রদল। ছবি : এনটিভি
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রদল।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে এ ঝটিকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল।
বক্তারা বলেন, ক্ষমতাসীন সরকার রাজনীতি থেকে দূরে রাখতেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে এ রায় দিয়েছে। এ সময় তাঁরা বিচারের নামে তারেক রহমানের বিরুদ্ধে এ রায় মেনে নেওয়া হবে না বলে জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।