ড্যাবের নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল পূর্ণ প্যানেলে জয়ী

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল প্যানেল পূর্ণ জয় লাভ করেছে। শনিবার (৯ আগস্ট) রাতে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
নতুন নির্বাচিত কমিটিতে মহাসচিব হিসেবে ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ হিসেবে ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র সহসভাপতি হিসেবে ডা. আবুল কেনান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ডা. মো. খালেকুজ্জামান দিপু নির্বাচিত হয়েছেন।
এর আগে, রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনের দিন চিকিৎসকদের ব্যাপক উপস্থিতি ছিল ও তারা নিজ নিজ প্যানেলের পক্ষে স্লোগান দেন।