ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি ড্যাব নেতৃবৃন্দের

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আসন্ন নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসক সমাজের উদ্যোগে আজ রোববার (১৩ জুলাই) এক মতবিনিম সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে নিকভু, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা একত্রে অংশগ্রহণ করেন।
দেশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় পাঁচ শতাধিক জাতীয়তাবাদী চিকিৎসক উপস্থিত ছিলেন এই আযোজনে। সভায় বক্তারা চিকিৎসকদের অধিকার, সংগঠনের কাঠামোগত দুর্বলতা, ভোটার তালিকায় বৈষম্য, কর্মপরিবেশের অবনতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয় অর্জনে ড্যাবের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
নেতৃবৃন্দ একবাক্যে বলেন- আসন্ন ড্যাব নিৰ্বাচন শুধু একটি সংগঠনের নেতৃত্ব নির্ধারণের নির্বাচন নয়, এটি চিকিৎসক সমাজের ন্যায্যবিচার, গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষা সংগ্রাম। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “২০২৬ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, তা নিশ্চিত করাই এখন আমাদের অন্যতম কর্তব্য।” তারা আরও বলেন, বর্তমানে একটি চিহ্নিত গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে

সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. বি গণি ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সহ- সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। সভা সঞ্চালনা করেন ডা. একরামুল রেজা টিপু ও ডা. শাহরিয়ার মো. কবির হোসেন পল্লব ।
স্বাগত বক্তব্য দেন ডা.মোঃ ওয়াসিম, কোষাধ্যক্ষ, ড্যাব, এনআইসিভিডি, নিকডু এনআইএমএইচ শাখা।
বক্তব্য দেন এন এন এম ড্যাবের সহ সভাপতি ডাঃ নুরুন্নবী শাহ, ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডাঃ সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, সাবেক যুগ্ম মহাসচিব ডাঃ তৌহিদ উল ইসলাম জন্য, ঢাকা জেলা ড্যাবের সাবেক সভাপতি ডাঃ এবিএম ছফিউল্লাহ এন এন এম শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ আবু হেনা মোস্তফা কামাল,সাবেক যুগ্ম মহাসচিব ডাঃ হারুন উর রশীদ খান রাকিব, মযমনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ডিপি ডাঃ এস এম আতিকুর রহমান, অধ্যাপক ডাঃ আবুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির, ড্যাবের সাবেক সহ দপ্তর সম্পাদক ডাঃ আশরাফুল আলম খান, ড্যাব মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার সদস্য সচিব ডাঃ মাহবুব আরেফীন রঞ্জু, সাবেক পরিবেশ ও জলবায়ু সম্পাদক ডাঃ গাজী শাহিনুল ইসলাম, ডাঃ আহমেদ মন্জুরুল আজীজ ইমন, ডাঃ জোবাযের মিয়া, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ডাঃ মাহমুদুর রহমান নোমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ডাঃ সাজ্জাদুর রহমান, ড্যাবের সাবেক কার্যকরী পরিষদের সদস্য ডাঃ মোঃ জাভেদ হোসেন, ডাঃ রোকনুজ্জামান রুবেল, ডাঃ সাইফুল ইসলাম সাইফ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আসাদুল মজিদ হেলালি নোমান, ডাঃ সজীব মোঃ রায়হান, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডাঃ মাহমুদুল হাসান রাজু, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডাঃ বেলাল হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউমাল,ডাঃ খন্দকার শোয়াইব হোসেন, বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ তৌহিদুল ইসলাম সৈকত।
বক্তব্য প্রদানকালে ডা. বি গনি ভূঁইয়া বলেন, সদ্য বিদায়ী ড্যাব কমিটি রাজনৈতিক প্রতিহিংসাপরাযণভাবে বহু ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য চিকিৎসককে ভোটার তালিকা থেকে বাস দিয়েছে। তিনি বলেন, “এটি সরাসরি সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী এবং চিকিৎসক সমাজের প্রতি অবিচার। আমরা একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকার দাবিতে অনড় থাকব।”
ডা এ টি এম নুরুন্নবী শাহ বলেন, “দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ড্যাব হবে আমাদের অগ্রগামী সংগঠন। এই সংগঠনকে দিয়ে আমরা চিকিৎসকদের অধিকার ফিরিয়ে আনব, ইনশাআল্লাহ।"
বক্তব্যে ডা. হারুন উর রশিদ খান রাকিব বলেন, “২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা—সেই চেতনাকে কেন্দ্র করেই আজকের লড়াই। আজও চিকিৎসকদের নিযোগ, পদোন্নতি, কর্মস্থলে নিরাপত্তা – সব ক্ষেত্রেই জাতীয়তাবাদী চিকিৎসকরা রাজনৈতিকভাবে বৈষম্যের শিকার। আমরা তা আর মেনে নেব না।জাতীয়তাবাদী চিকিৎসকদের নেতৃত্বে ভবিষ্যতে দেশে রোগীবান্ধব চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং ড্যাব হবে দেশের আপামর চিকিৎসক সমাজ এর সকল ন্যায্য অধিকার আদায়ের কেন্দ্রস্থল ইনশাআল্লাহ।"
ডা: রফিকুল কবির লাবু বলেন, “ড্যাব হতে হবে একটি সংগ্রামী, সাহসী ও আদর্শিক সংগঠন যেখানে চিকিৎসকদের সত্যিকারের নেতৃত্ব গড়ে উঠবে। যারা মুখোশ পরে জাতীয়তাবাদের নাম ভাঙিয়ে অপশক্তির দোসর হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
ডা. তৌহিদুল ইসলাম জন বলেন, "এটি হবে একটি গণজাগরণ। সামনে গঠিতব্য ড্যাব নেতৃত্ব হবে চিকিৎসকদের হৃদযের প্রতিনিধি। আমাদের আন্দোলন একটি গণতান্ত্রিক বিপ্লবের সূচনা ঘটাবে। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।"
ডা. একরামুল রেজা টিপু বলেন, “ত্রুটিপূর্ণ ভোটার তালিকা নিয়ে কোন নির্বাচন গ্রহণযোগ্য নয়।”
ডা. শাহরিয়ার মো: কবির হোসেন বলেন, “আগামী নির্বাচন শুধু নেতৃত্ব নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ করব।”
মতবিনিময় সভার শেষভাগে সকল নেতৃবৃন্দ একত্রে ঘোষণা দেন তারা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবাধনের মাধ্যমে ভ্যাবকে চিকিৎসকদের অধিকার আদাঘের প্ল্যাটফর্মে রূপান্তর করবেন।
তারা দেশব্যাপী সকল জাতীয়তাবাদী চিকিৎসকদের সাহসিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং আগামী নির্বাচনে সংগঠনের প্রতিটি স্তরে দৃঢ় নেতৃত্ব গঠনের মাধ্যমে দুর্নীতিবাজ ও ক্ষমতালোভী চক্রকে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।