গোপালগঞ্জে ১৭ সাঁতারু পেল ইয়েস কার্ড

তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান সাঁতারুদের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’-এর বাছাই অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা মহিলা কমপ্লেক্সের সুইমিং পুলে বয়সভিত্তিক এ বাছাই অনুষ্ঠিত হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন এ প্রতিযোগিতার আয়্জেন করে। প্রতিযোগিতায় তিন শতাধিক সাতারু অংশ নেয়। এর মধ্যে থেকে ১৭ জন সাঁতারু নির্বাচন করে তাদের ইয়েস কার্ড দেওয়া হয়েছে। এরা ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।
এ উপলক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক মো. মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আমিনুল ইসলাম, টিমলিডার কমান্ডার এস এম মাহমুদুর রহমান, সুইমিং ফেডারেশনের কর্মকর্তা লায়লা নূর প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক এম বি সাইফ।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা করা হয়।