বল ধরতে গিয়ে বাসচাপায় শিশুর মৃত্যু

নেত্রকোনার বারহাট্টা উপজেলার কদমদেউলী এলাকায় বাসচাপায় নাদিম মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের কৃষক মানিক মিয়ার ছেলে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু নাদিম বাড়ির পাশে বল নিয়ে খেলা করছিল। নাদিমের হাত থেকে হঠাৎ বলটি ছুটে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এসে পড়ে। নাদিম তা ধরতে সড়কে চলে আসে। এ সময় একটি বাস এসে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নাদিমের মৃত্যু হয়।