নেত্রকোনায় স্বেচ্ছাসেবক লীগের জঙ্গিবাদবিরোধী মিছিল

নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ জঙ্গিবাদবিরোধী মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
‘জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শত্রুদের মূলোৎপাটন করবই’ স্লোগান সামনে রেখে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্রর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আফজালুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক সারোয়ার আকন্দ জাস্টিজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল হাসান লিটু প্রমুখ।
বক্তারা গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান।