মানিকগঞ্জে কুয়ায় মাটিচাপা পড়ে একজনের মৃত্যু

মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকায় সেপটিক ট্যাংক ব্যবহারের জন্য খনন করা কুয়ায় মাটিচাপা পড়ে রায়হান উদ্দিন (৪০) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন।
নিহত রায়হান মানিকগঞ্জ শহরের পৌলি এলাকার আকতার উদ্দিনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তর সেওতা এলাকায় খলিল উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংকের কুয়ায় চাক বসানোর কাজ করছিলেন পাঁচ নির্মাণশ্রমিক। কুয়ার ৩০ ফুট নিচে থাকা অবস্থায় হঠাৎ ওপর থেকে মাটি ভেঙে পড়ে শ্রমিক রায়হানের ওপর। এতে তিনি কুয়ার ৩০ ফুট নিচে মাটিতে চাপা পড়েন।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রায়হানকে উদ্ধারের চেষ্টা চালান। দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা ১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা রায়হানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।