বিমানবন্দরে নিরাপত্তা জোরদার : মেনন

দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রী।
মেনন বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্মকর্তা-কর্মচারীদেরও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বিমানমন্ত্রী বলেন, ‘এভিয়েশন সিকিউরিটির ক্ষেত্রে আমরা এখানেও, যেমন সরকার বলছে জিরো টলারেন্স, আমরা এভিয়েশন সিকিউরিটির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। বিদেশিদের জীবন মূল্যবান, বিদেশি এয়ারলাইনস মূল্যমান; তেমনই আমরা দেশি এয়ারলাইনস, এখানকার যারা প্যাসেঞ্জার রয়েছে তারাও মূল্যমান। এবং সেজন্য আমরা সমস্ত ডমেস্টিক এয়ারপোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।’
গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ২৮ জন এবং ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে জঙ্গি হামলায় চারজন নিহত হয়।