ঝালকাঠিতে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান

দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামিক ফাউন্ডেশন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেল প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক নিজাম উদ্দিন, সহকারী পরিচালক মশিউর রহমান, মাঠ কর্মকর্তা ফোরকান হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা অপশক্তির হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইমাম ও মাদ্রাসার শতাধিক শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।