নেত্রকোনায় ট্রাকচাপায় একজন নিহত

নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনা নামক স্থানে আজ সোমবার ভোরে ট্রকের চাপায় মোটরসাইকেল আরোহী শাহজাহান মিয়া (৪৫) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বোবাহালা গ্রামের মজম আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানায়, জেলার কলমাকান্দা উপজেলার সিধলী বাজারের ব্যবসায়ী সাজল মিয়ার সঙ্গে মোটরসাইকেলে করে ভোরে নেত্রকোনা সদরে যাচ্ছিলেন শাহজাহান। ঠাকুরাকোনা নামক স্থানে পৌঁছালে নেত্রকোনাগামী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে শাহজাহান মোটরসাইকেল থেকে সিটকে পড়ে ট্রাকের চাপায় আহত হন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।