ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু

ময়মনসিংহে পুকুরে ডুবে শিশু দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে শহরের আকুয়া হাজিবাড়ী এলাকার বাসার পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাজারো মানুষ সান্ত্বনা দিচ্ছেন শোকাহত পরিবারকে। কেউ মূর্ছা যাচ্ছেন আবার কেউ মৃত সন্তান কোলে অপলক তাকিয়ে আছেন বোবা কান্না নিয়ে।
নিহত দুই খালাতো বোনের নাম নাফিয়া নুসরাত নাজনীন (১০) ও প্রাপ্তি (৪)।
নিহতদের মামা হাসিব জানান, প্রাপ্তির বাবার নাম মনিরুজ্জামান। তিনি ইনডিপেনডেন্ট টেলিভিশনের ভিডিও এডিটর। বাড়ি শেরপুর জেলায়। আর নাজনীনের বাবা নিজাম উদ্দিন নেত্রকোনা জেলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) কর্মরত।
হাসিব জানান, প্রাপ্তিকে নিয়ে তার মা এসেছিলেন ময়মনসিংহে বড় বোনের বাসায় ঈদের কেনাকাটা করতে। আজ সকালে প্রাপ্তির মা ও নাজনীনের মা মার্কেটে যান ঈদের কেনাকাটা করতে। দুপুর ১টার দিকে দুই বোন বাসার পুকুর ঘাটে খেলা করছিল। হঠাৎ প্রাপ্তি পানিতে পড়ে গেলে নাজনীন বাঁচাতে গিয়ে নিজেও পানিতে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে স্বজনরা শিশু দুই বোনকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।