আশুলিয়ায় বাসচাপায় বৃদ্ধ নিহত

ঢাকার আশুলিয়ায় আজ শুক্রবার বাসচাপায় এক বৃদ্ধ আহত হওয়ার পর তাঁকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় লোকজন। ছবি : এনটিভি
ঢাকার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃদ্ধের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় লোকজন বাসটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে গেছেন।
আজ শুক্রবার বিকেল ৩টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক পারাপারের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় রাস্তা পারাপারের সময় নবীনগর-আব্দুল্লাহপুর পথের ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক বৃদ্ধকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় লোকজন বাসটিকে ধাওয়া দিলে চালক বাস ফেলে পালিয়ে যান।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।