সপরিবারে বাড়ি যাওয়া হলো না ফরাজীর

ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি গাছের সঙ্গে যাত্রীবাহী পিকআপের ধাক্কা লেগেছে। এতে ইউসুফ আলী ফরাজী নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন ইউসুফ আলী ফরাজীর স্ত্রী ও দুই বছরের মেয়ে।
নিহত ইউসুফ আলী ফরাজীর বাড়ি জেলার কাঁঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামে। তাঁর বাবার নাম আবদুল হাকিম ফরাজী।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে পিকআপভ্যান ভাড়া করে পরিবারসহ ঢাকা থেকে ঝালকাঠির কাঁঠালিয়ায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন পোশাকশ্রমিক ইউসুফ আলী ফরাজী। ভোরে পিকআপভ্যানটি রায়পুর এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ আলী ফরাজী।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ফরাজীর স্ত্রী ইয়াসমিন বেগম ও দুই বছরের শিশু জান্নাতিকে উদ্ধার করে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশটি এরই মধ্যে নিহতের বাড়িতে নেওয়া হয়েছে।