ময়মনসিংহের দুই উপনির্বাচনে প্রতীক বরাদ্দ

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) এবং ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
নির্বাচন কমিশন কার্যালয় জানায়, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক ‘মোটরগাড়ি’, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) আবদুল মতিন ‘কুড়েঘর’, জাতীয় পার্টির সামসুজ্জামান খান ‘লাঙ্গল’ এবং ইসলামী ঐক্যজোটের মাওলানা আবু তাহের খান পেয়েছেন ‘মিনার’। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজিমউদ্দিন আহমেদ পেয়েছেন দলীয় প্রতীক ‘নৌকা’।
অন্যদিকে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সেলিমা বেগম পেয়েছেন ‘আপেল’ প্রতীক। এখানে আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আরেং। তাঁকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ২ মে মারা যান ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। এরপর এ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
অন্যদিকে গত ১১ মে মারা যান ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।