গৃহকর্তাকে হত্যার দায়ে গৃহকর্মীর কারাদণ্ড

দুর্গাপুর উপজেলার মোক্তারপাড়া গ্রামের মো. সিরাজুল ইসলামকে (৭৯) হত্যার দায়ে শহীদ মিয়া (৩২) নামে তাঁর এক গৃহকর্মীকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনার একটি আদালত।
আজ বুধবার দুপুর ১টায় আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মো. রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। এ সময় শহীদকে কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জি এম খান পাঠান বিমল জানান, শহীদ মিয়া প্রতিবেশী সিরাজুলের বাড়িতে দীর্ঘদিন গৃহকর্মী হিসেবে কাজ করেন। কিন্তু অপরাধমূলক কর্মকাণ্ড ও অশোভন আচরণের জন্য শহীদকে বিদায় করে দেন সিরাজুল। এতে ক্ষিপ্ত হয়ে শহীদ ২০১৪ সালের ১৬ জুন দুপুরে সিরাজুলকে তাঁর খামারবাড়িতে একা পেয়ে ছুরিকাঘাত করেন।
পরে স্থানীয়রা সিরাজুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওই বছরের ২০ অক্টোবর মারা যান সিরাজুল।
ঘটনার ছয়দিন পর সিরাজুলের ছেলে আনোয়ারুল হক দুর্গাপুর থানায় শহীদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইদুর রহমান ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি শহীদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালত মামলা চলাকালে ১২ জন সাক্ষীর বক্তব্য শোনেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সুভাষ বণিক অজয়।