গৌরীপুরে নির্বাচনী সহিংসতা, আহত তিন

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সংসদ উপনির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজনীন আলমের গৌরীপুর উত্তর বাজারের নির্বাচনী অফিসে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যায় পৃথক এ দুটি ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক জানান, গতকাল সন্ধ্যায় ভাংনামারী ইউনিয়ন এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে ডৌহাখলা মোড়ে গেলে নৌকার সমর্থকরা তাঁর মিছিলে হামলা চালায় । এ সময় প্রতিপক্ষের মারধরে তাঁর তিন কর্মী আহত হন। সেই সঙ্গে সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা।
এই হামলার জন্য আজিজুল হক ডৌহাখলা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক, চেয়ারম্যান ও তাঁর কর্মী-সমর্থদকের দায়ী করেন।
আজিজুল হক জানান, হামলায় আহত হয়েছেন শহীদ, কালাম ও খোরশেদ।
অন্যদিকে নাজনীন আলমের স্বামী ফেরদৌস আলম মোবাইলের খুদেবার্তায় জানান, গতকাল সন্ধ্যায় গৌরীপুর বাজারে নির্বাচনী প্রচারপত্র বিলি করার সময় নৌকার প্রার্থীর সমর্থকরা বাধা দেন এবং পরে তাঁদের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর চালান।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ বলেন, ঘটনা ঘটেছে তবে কেউ অভিযোগ করেননি।
গত ১১ মে মারা যান জাতীয় সংসদের ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। এর আগে গত ২ মে মারা যান ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ফকির। তাঁরা মারা যাওয়ায় আসন দুটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
এ দুটি আসনেই একদিনে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির। সে অনুযায়ী আগামী ১৮ জুলাই উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।