স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত চার

ময়মনসিংহ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পৌরসভার কর্মী ও পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযানের সময় ব্যবসায়ীরা উচ্ছেদকারীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও রাস্তা অবরোধ করে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে ময়মনসিংহ শহরের মেছুয়াবাজার এলাকায় ফুটপাথে অবৈধ দোকানপাট উচ্ছেদে নামে ময়মনসিংহ পৌরসভা। এ সময় ব্যাবসায়ীরা বাধা দেয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে পৌরসভার কর্মীদের ওপর হামলা করে ব্যাবসায়ীরা। ভাঙচুর করে পৌরসভার বুলডোজার। গাঙ্গিনাপার সড়কের ওপর আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করে ব্যবসায়ীরা।
পৌরসভার স্যানিটারি পরিদর্শক দীপক মজুমদার জানান, ওই সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলাকারীদের ধাওয়ায় উচ্ছেদ করতে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান, পৌরসভার নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস ওই স্থান ছেড়ে চলে যান। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভায়।