মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার রাজধানীর বনশ্রীতে নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর রামপুরা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এই দাবি জানানো হয়।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুন নূর, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য খন্দকার মোহাম্মদ আলী সেলিম ও রাজু আহম্মদ খান, নাগরিক ঐক্যের রামপুরা থানার আহ্বায়ক অধ্যাপক এনামুল হক প্রমুখ।
বক্তারা ডাকসুর দুইবারের ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি ও সুচিকিৎসার জোর দাবি জানান। তাঁরা বলেন, মাহমুদুর রহমান মান্নাকে দীর্ঘ এক বছর চার মাস ধরে বিনা বিচারে, বিনা চিকিৎসায় স্বৈরাচারী সরকার কারাবন্দি করে রেখেছে। মাহমুদুর রহমান মান্না হার্ট ও কিডনির সমস্যাসহ নানা জটিল রোগে গুরুতর অসুস্থ হলেও চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি।
বক্তারা সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাহমুদুর রহমান মান্নাকে অবিলম্বে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দিন। অন্যথায় মাহমুদুর রহমান মান্নার কিছু হলে তার দায়ভার সরকারের প্রধানমন্ত্রীকেই নিতে হবে।