ময়মনসিংহে পুলিশের হেফাজতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহ শহরে পুলিশের হেফাজতে প্রান্ত চন্দ্র দে (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
প্রান্তের বাড়ি ময়মনসিংহ শহরের গোলপুকুর পাড়ে। তাঁর বাবার নাম রবীন্দ্র চন্দ্র দে।
পুলিশের ভাষ্য, প্রান্ত মাদকসেবী ও ব্যবসায়ী। গতকাল বিকেলে ১৫টি ইয়াবাসহ শহরের দুর্গাবাড়ি মন্দিরের পেছন থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
থানার হাজতে থাকা অবস্থায় সন্ধ্যার কিছু আগে প্রান্ত বুকে ব্যথা অনুভব করে। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, আগে থেকেই হৃদরোগ ছিল প্রান্তর।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল বিকেলে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল সরকার আটক করে প্রান্তকে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রান্তের বড় ভাই মিঠু চন্দ্র দে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি তাঁর বড় ভাই। আমি কোনো দিন তাঁকে মাদক সেবন করতে দেখি নাই, তার কোন রোগ ছিল না।দুই বন্ধু মিলে মন্দিরের পিছনে কোক খাইতেছিল। তখন পুলিশ তাকে অ্যারেস্ট করছে। পুলিশ বলেছে, তার কাছে একটা ইয়াবা পাওয়া গেছে।’