ট্রাকের ধাক্কায় সিএনজির তিন যাত্রী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মুক্তাগাছার চেচুয়া কুড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—জামালপুর জেলার মেলান্দহ থানার হাজেরাবাড়ি গ্রামের মুক্তা বেগম (৪৫), মুক্তার স্বামী মামুনুর রশিদ (৫০) ও হোটেল কর্মচারী মুন্সীগঞ্জের খাইরুল ইসলাম (৪০)। মুক্তা জহিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং তাঁর স্বামী প্রধান শিক্ষক।
আহত তিনজন হলেন—অটোরিকশার চালক জামালপুর সদরের কুচধরার ওমর ফারুক (২২), গোপালপুরের নাজমুল হক (২৪) ও নান্দিনার মোবারক (৪০)। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, জামালপুরগামী বিদ্যুতের খুঁটিবাহী একটি ট্রাকলরি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। এ সময় নিহত হন এক নারীসহ তিনজন। আহত হন চালকসহ তিনজন।