নেত্রকোনা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

নেত্রকোনা প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের মোক্তারপাড়া প্রেসক্লাব ভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার আয়োজিত ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, সাবেক সাংসদ আশরাফ উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবদুর রহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসাইন আকন্দ, ডা. এম এ হামিদ খান, নেত্রকোনা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ, জেলা সাংবাদিক সমিতির সভাপতি হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, কবি ও সাংবাদিক আল আজাদ, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল প্রমুখ।
এ ছাড়া জেলা শহরে অবস্থানরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।