ময়মনসিংহ-১ ও ৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচনে আজ সোমবার শেষ দিনে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন। পাঁচজনের মধ্যে দুজন আওয়ামী লীগের বিদ্রোহী ও একজন জাতীয় পার্টির প্রার্থী।
ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক গতকাল রোববার মনোনয়নপত্র জমা দেন। এই আসনে আজ দুপুরে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজনীন আলম। জেলা রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামানের কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
এদিকে আজ দিনের শেষভাগে হালুয়াঘাটে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শানিয়াজ্জামান তালুকদারের কাছে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জুয়েল আরেং মানকিন। স্বতন্ত্র প্রার্থী সেলিনা বেগম ও জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সোহরাব উদ্দিন মনোনয়ন জমা দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজনীন আলম ও স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক (বাঁ থেকে)। ছবি : এনটিভি
আগামী ১৮ জুলাই ময়মনসিংহ-১ ও ৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুই আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ২২ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৯ জুন।
গত ২ মে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির মারা যান। এরপর এ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
অন্যদিকে গত ১১ মে মারা যান ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।