ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গন্ধবপুর গ্রামের রেখা আক্তারকে হত্যার দায়ে তাঁর স্বামী আশরাফুল ইসলামকে (২৩) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালে ১৮ জানুয়ারি ৫০ হাজার যৌতুক না পেয়ে আশরাফুল ইসলাম গরু জবাইয়ের ছুরি দিয়ে স্ত্রী রেখার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। এ ব্যাপারে রেখার বাবা বিল্লাল হোসেন পরদিন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আসামি আশরাফুল বিচারকের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১১ (ক) ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
সরকারপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর কবীর উদ্দিন ভূঁইয়া এবং আসামি পক্ষে অ্যাডভোকেট বিশ্বনাথ পাল ও শফিকুল ইসলাম।