গুপ্তহত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

দেশব্যাপী জঙ্গিবাদ, খুন, গুম, গুপ্তহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সারা দেশের মতো নেত্রকোনায়ও মানববন্ধন হয়েছে।
আজ রোববার বিকেলে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ১৪ দলীয় জোট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জাগো জনতা, মধুমাছি কচি কাঁচা সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে দেশব্যাপী জঙ্গিবাদ, খুন, গুম, গুপ্ত হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও এসব ঘটনার নিন্দা জানানো হয়। বক্তারা এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম খান পাঠান বিমল, সাবেক পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল সাহা রায়, সাধারণ সম্পাদক সমীর ভদ্র, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য, রেড ক্রিসেন্ট জেলা সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।