রামগঞ্জে লাইসেন্স পরিদর্শকের সিল-স্বাক্ষর জাল, আটক ৪

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শকের সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণা করার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আজ রোববার বিকেলে পৌর কর্তৃপক্ষ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন কথিত রামগঞ্জ অটোরিকশা ফেডারেশন সভাপতি মো. মজিব উল্যা, সাধারণ সম্পাদক হেদায়েত উল্যাহ, সাংগঠনিক সম্পাদক আবদুর রব ও সদস্য বাবলু।
পৌরসভা কার্যালয় সূত্র জানায়, রামগঞ্জ শহরে ব্যাটারিচালিত ৫০০টি অটোরিকশা চলাচলের জন্য সম্প্রতি অনুমতি দেওয়া হয়। এজন্য মেয়র আবুল খায়ের পাটওয়ারী দুই লাখ ৫০ হাজার টাকা দিয়ে ৫০০টি ‘অনুমতি’ টোকেন দেন। এরপর থেকে কথিত অটোরিকশা ফেডারেশনের নেতারা পৌরসভার লাইসেন্স পরিদর্শক হানিফ পাটোয়ারীর সিল ও স্বাক্ষর জাল করে রিকশাচালক ও মালিকদের কাছে এক হাজার ৩০০ টোকেন বিতরণ করে। প্রতিটি টোকেন ৭০০ টাকা হারে আদায় করা হয়। প্রতারণার বিষয়টি জানতে পেয়ে এ ঘটনায় জড়িত চারজনকে খবর দিয়ে এনে আটক করা হয়।
এ ব্যাপারে রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, পৌরসভার লাইসেন্স পরিদর্শকের সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণা করায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ভুয়া টোকেনগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।