নেত্রকোনায় ইফতার-দোয়া মাহফিলে ক্রীড়া উপমন্ত্রী

নেত্রকোনায় গতকাল এক ইফতার মাহফিলে যোগ দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ছবি : এনটিভি
নেত্রকোনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার শহরের সাতপাই এলাকাবাসী ও নেত্রকোনা সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাব্বির খান প্রিন্সের আয়োজনে এ ইফতার মাহফিল হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা যুবলীগের সাবেক সভাপতি অধ্যাপক ওমর ফারুক, যুবলীগ নেতা ওসমান গনি প্রমুখ।
ইফতারের আগে এক আলোচনা সভা ও দেশ-জাতির শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লিরা অংশ নেন।