আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আরেং ও নাজিমউদ্দিন

ময়মনসিংহে দুটি আসনের উপনির্বাচনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ময়মনসিংহ-১ আসনে জুয়েল আরেং মানকিন এবং ময়মনসিংহ-৩ আসনে নাজিম উদ্দিন আহমেদ দলটি থেকে মনোনয়ন পেয়েছেন।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
নাজিম উদ্দিন আহমেদ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে জুয়েল আরেং মানকিন সাবেক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ছেলে।
আগামী ১৮ জুলাই ময়মনসিংহ-১ ও ৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুই আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২০ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ২২ জুন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৯ জুন।
গত ২ মে মারা যান ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। এরপর এ আসন শূণ্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
অন্যদিকে গত ১১ মে মারা যান ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।