নেত্রকোনায় মা ও শিশুর জন্য স্বাস্থ্য শিবির

নেত্রকোনায় মা ও শিশুদের স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসার জন্য ‘হেলথ ক্যাম্পে’র আয়োজন করা হয়েছে। আজ বুধবার নেত্রকোনা আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ে চার দিনব্যাপী এ স্বাস্থ্য শিবিরের কাজ শুরু হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে পৌরসভার এক হাজার ৫০ জন দরিদ্র গর্ভবতী মহিলা ও সদ্য প্রসূত মা ও শিশুদের চিকিৎসা ও স্থাস্থ্য পরীক্ষার জন্য ‘হেলথ ক্যাম্পে’র ব্যবস্থা করা হয়েছে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, এক হাজার ৫০ জন দরিদ্র গর্ভবতী মহিলা ও সদ্য প্রসূতি মাকে আগামী দুই বছর পর্যন্ত মাসে ৫০০ টাকা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলার সিভিল সার্জন বিজন কান্তি সরকার, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজম, বারহাট্টা সার্কেলের এএসপি মামুন খান চিশতী, আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান খান এবং প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শ্যামলেন্দু পাল।