ময়মনসিংহে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৯৭

সারা দেশে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহের বিভিন্ন স্থান থেকে ৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের দুই নেতা রয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ত্রিশাল থানা পুলিশ ধানীখোলা এলাকা থেকে প্রয়াত মনসুর আলীর ছেলে জামায়াতের ‘রুকন’ সামসুদ্দিনে দুলালকে (৪০) গ্রেপ্তার করেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, পুলিশ জেলা শহরের আটানি টুকুরপাড় এলাকা থেকে আসলামের ছেলে শিবিরকর্মী পাভেলকে (২০) গ্রেপ্তার করেছে।