দুই ইউপি সদস্যসহ বিএনপির ৩৮ নেতাকর্মী কারাগারে

নেত্রকোনায় শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ৩৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এঁদের মধ্যে দুজন ইউপি সদস্য রয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক তাঁদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো অন্যদের মধ্যে রয়েছেন- নবনির্বাচিত দুই ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুর রহমান ও সুরুজ আলীসহ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ আলী বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. দুলাল মিয়া, সাধারণ সম্পাদক আয়নাল হক।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান,সদর উপজেলায় ষষ্ঠ ও শেষ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে আমতলা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আফতাব উদ্দিন ও তার সমর্থকদের ওপর হামলা এবং নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২৯ মে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে নৌকার প্রার্থী আফতাব উদ্দিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।
মামলার আসামিদের মধ্যে দুজন আগে গ্রেপ্তার হয়ে কারাগারে এবং একজন পলাতক থাকায় ৫৭ জন আজ সাড়ে ৩টার দিকে নেত্রকোনা অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর কবির শিপনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক তাঁদের মধ্যে ১৯ জনের জামিন মঞ্জুর এবং ৩৮ জনের জামিন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।