ময়মনসিংহে পুলিশের অভিযানে আটক ৩

ময়মনসিংহের বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ত্রিশালের রঘুরামপুরের আনিছুর রহমান, ময়মনসিংহ সদরের মধ্য দাপুনিয়া কলম সিপাহী গ্রামের আশরাফুল আলম (২০) ও গলগণ্ডা এলাকার আল আমিন (২০)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, আটক আশরাফুল ও আল আমিন শিবিরের কর্মী।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান বলেন, আটক আনিছুর রহমান রঘুরামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। তাঁর নামে বিস্ফোরক দ্রব্য আইনে ত্রিশাল থানায় মামলা রয়েছে।