ময়মনসিংহে বড় ভাই খুন, ছোট ভাই আটক

পারিবারিক কলহের জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর ছোট ভাইকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
আজ রোববার সকালে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাহীন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আটক মামুনকে পুলিশ হেফাজতে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে শাহীনকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে লোকজন শাহীনের ছোট ভাই মামুনকে আটক করে পুলিশে দেয়।