বিএনপি প্রার্থীর প্রচারে হামলা, আহত ১০

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের বাঁশকিড়ি এলাকায় বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী কাজী খালেকুজ্জামানের প্রচারে হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর ১০ কর্মী-সমর্থক আহত হয়েছেন।
গতকাল বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ বলেন, দুর্বৃত্তরা খালেকুজ্জামানের সমর্থকদের একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এ ছাড়া তাঁর কয়েকটি নির্বাচনী ক্যাম্প ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।