নেত্রকোনায় নৌকার চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহবুব উল মজিদকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ।
মহুয়া মমতাজ জানান, সদর উপজেলার ৯ নম্বর চল্লিশা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহবুব উল মজিদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অনেক লোকজন নিয়ে বুধবার সন্ধ্যায় নির্বাচনী এলাকায় মোটরসাইকেল মহড়া দিয়েছেন। এ জন্য তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে সঙ্গে তাঁকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।