খাগড়াছড়িতে আ. লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শানে আলমের ওপর হামলার অভিযোগে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
আজ বুধবার সকালে স্থানীয় সংসদ সদস্যের বাসভবন থেকে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।
গতকাল মঙ্গলবার রাতে শহরের পানখাইয়া পাড়া এলাকায় শানে আলমকে লাঞ্ছিত করে দুর্বত্তরা। এ ঘটনার জন্য তিনি জেলা আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলম এবং তাঁর ভাই পৌর মেয়র রফিকুল আলমকে দায়ী করেন।
গত ৩১ মে খাগড়াছড়িতে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন নিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে সাময়িক বহিষ্কার হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র ছোট ভাই রফিকুল আলমের পক্ষে অবস্থান নেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই খাগড়াছড়িতে আওয়ামী লীগের সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। এসব নিয়ে বেশ কয়েকটি মামলা ও সাধারণ ডায়েরিও হয়েছে থানায়।