ভোটে দায়িত্বে অবহেলা, ময়মনসিংহে তিন শিক্ষক বরখাস্ত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি ফুলবাড়িয়া উপজেলা শিক্ষা কার্যালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ।
সাময়িক বরখাস্ত শিক্ষকরা গত ৭ মে ভোটের দিন ভবানীপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রের পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁদের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ আনা হয়।
বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন আছিম কুটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম, মাহমুদা খাতুন এবং এসবি চিতলিয়াঘাটের সহকারী শিক্ষক মো. ফজলুল হক।