পুলিশের ওপর হামলার মামলায় আসামি বিএনপির ৩২৭ নেতাকর্মী

নেত্রকোনার কেন্দুয়ায় পুলিশের ওপর হামলা ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বাদী হয়ে করা এ মামলায় বিএনপির ৩২৭ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভি রঞ্জন দেব জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হিলালীকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। মামলায় ৭৭ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরো জানান, মামলায় সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা, মারধর করার অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার আটক ১০ বিএনপি নেতাকর্মীকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলায় বলা হয়, গতকাল সোমবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের সাত সদস্য আহত হন। ঘটনার পর পরই পুলিশ বিএনপি ১০ নেতাকর্মীকে আটক করে।