খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুজন আটক

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বেলতলীপাড়ার ধুরুং খালে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ৯ এমএম বোরের চায়না সচল একটি পিস্তল, তিনটি গুলি, চাঁদা আদায়ের একটি তালিকা, দুটি মোবাইল ফোনসেট, ছয় হাজার ৮৩৬ টাকাসহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীছড়ির দুল্যাতলী ইউনিয়নের দেওয়ানপাড়া এলাকার অসিনি চাকমা (৫০) ও রাইঙ্গামাছড়া এলাকার কিনাধন চাকমা (২০)।
সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মনিরুল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।
রোববার হাটের দিন লক্ষ্মীছড়ির বেলতলী কুম্বানামে (ধুরুং খাল) নামে পরিচিত স্থানটিতে বিভিন্ন প্রজাতির বাঁশ, কাঠসহ লাখ লাখ টাকার নানা পণ্য ক্রয়-বিক্রয় হয়।
আটক দুজনকে অস্ত্র ও অন্যান্য জিনিসসহ লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে দুজনকে খাগড়াছড়ি আদালতে পাঠানো হবে।