নেত্রকোনায় হাজতির মৃত্যু

নেত্রকোনায় চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত হাজতি হচ্ছেন আবদুল কুদ্দুছ (৫৬)। তিনি নেত্রকোনা পৌর শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা।
নেত্রকোনা জেলা কারাগারের প্রধান কারারক্ষী মোহাম্মদ আলী জানান, মাদক মামলার আসামি আবদুল কুদ্দুছকে গত ১১ মে পুলিশ গাঁজাসহ আটক করে আদালতের মাধ্যমে ১২ মে জেলহাজতে পাঠায়। তিনি মাদকাসক্ত থাকার কারণে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। শনিবার কারাগারের ভেতরে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। আজ রোববার বেলা ১১টার দিকে কুদ্দুছকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আবদুল কুদ্দুছের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।