ত্রিশালে নজরুল জয়ন্তী চলছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাল্যস্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে তিন দিনব্যাপী নজরুল জয়ন্তীর আজ ছিল দ্বিতীয় দিন।
আজ বৃহস্পতিবার সকালে নজরুল জয়ন্তীর দ্বিতীয় দিনে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালার প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের ফুলপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য শরীফ আহমেদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবদীন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রেজা আলী প্রমুখ।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
নজরুল স্মারক বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আকতার কামাল।
এদিকে তিন দিনব্যাপী উৎসবকে ঘিরে দরিরামপুর নজরুল একাডেমি মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বসেছে নজরুল বই ও গ্রামীণ মেলা। দ্বিতীয় দিনে গ্রামীণ মেলা ও নজরুল বইমেলা জমজমাট হয়ে উঠেছে। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।