নেত্রকোনায় ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নেত্রকোনায় ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ওই যুবককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় প্রদান করেন।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত যুবকের নাম মো. মোবারক হোসেন (২৫)। মোবারক নেত্রকোনার মদন উপজেলার তপা গ্রামের বাসিন্দা। মামলার পর থেকেই মোবারক পলাতক।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী জিএম খান পাঠান বিমল জানান, ২০০৬ সালের ১২ জুলাই একই উপজেলার পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে মোবারক। ঘটনার ১২ দিন পর ২৪ জুলাই শিশুর বাবা মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়।