ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রেনের দুই যাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে গত রাতে ট্রেনের ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে দুজন নিহত হন। ছবি : এনটিভি
ময়মনসিংহের ত্রিশালে চলন্ত ট্রেনের ছাদে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী কমিউটার ট্রেনটি ত্রিশালের আহমদপাড়া ও আউলিয়ানগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছালে সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে (তারে জড়িয়ে) মারা যান ছাদে থাকা দুই যাত্রী। আহত হন আরো দুজন।
ওসি আরো জানান, ঘটনাস্থলে ট্রেনলাইনের ওপর দিয়ে বৈদ্যুতিক সঞ্চালন লাইন রয়েছে।
এর আগে এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘জায়গাটা দুর্বল। এ জন্য যাইতে পারি নাই। পুলিশ পাঠাইছি। অহনও পৌঁছে নাই।’