নেত্রকোনায় ঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নেত্রকোনা সদর উপজেলার সাতটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে বহু গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো জেলা। আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে এই ঝড় হানা দেয়।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মজিবুর রহমান জানান, রাজেন্দ্রপুর এলাকায় বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রের কাছাকাছি বিদ্যুতের তারের ওপর গাছপালা ভেঙে পড়ায় জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কখন নাগাদ বিদ্যুৎ চালু হতে পারে তা তিনি জানাতে পারেননি। তবে তিনি বলেছেন, বিদ্যুৎ সরবরাহ চালু করতে কর্মীরা মাঠে কাজ করছেন।
এদিকে ঝড়ের সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত হন সাকুয়া গ্রামের কামরুল ইসলাম (৩০) ও শেওরা বিষ্ণুপুর গ্রামের হোসেন ব্যাপারী (৫৫)।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরী জানান, উপজেলার সাকুয়া, নূরপুর, শ্রীধরপুর, গন্ধবপুর, মদনপুর, নন্দীপুর, পৌর শহরের কাটলীসহ আশপাশ এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষয়ক্ষতির তালিকা নিরুপণের জন্য বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দেওয়া হবে জানান তিনি।