নেত্রকোনায় আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস পালিত

নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব সংলাপ ও উন্নয়নের জন্য সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস এবং আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বৈচিত্র্য রক্ষা করি, সকলে মিলে স্বদেশ গড়ি’।
দিবসটি উপলক্ষে বারসিক, সম্মিলিত যুবসমাজ ও জানমার উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা হলরুমে এসে শেষ হয়।
সেখানে শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মোস্তারী কাদেরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার আবদুল্লাহ আল মামুন, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, সাংবাদিক শ্যামলেন্দু পাল, বারসিকের জেলা সমন্বয়কারী মো. ইছাক উদ্দিন প্রমুখ।
সভায় নদী, বিল, মাছ, পশুপাখি, গাছপালা ও অন্যান্য প্রাণবৈচিত্র্য রক্ষায় কয়েকজন যুবক-যুবতী প্রতীকী আবেদন জানান।