‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৬’ এর রেজিস্ট্রেশন করবেন যেভাবে

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল এনটিভির জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও দেশের সর্ববৃহৎ টেলিভিশনভিত্তিক রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৬’–এর রেজিস্ট্রেশন চলছে।
এবারের স্লোগান প্রতিভা তোমার, সহযোগিতা আমাদের। রেজিস্ট্রেশন চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল ফোনে কলের মাধ্যমে। কল করতে হবে ০১৭১৬০৪১৬৮২ এবং ০১৭১০৩৬৮৪৮৬ নম্বরে। কলের সময় প্রতিযোগীর নাম, বয়স, প্রতিষ্ঠানের নাম ও জেলার নাম জানাতে হবে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর রাজধানীর বাড়িধারায় ইউআইটিএস প্রাঙ্গণের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৬’–এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সূফি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, ‘আমরা ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেদেরকে কামিয়াব মনে করছি। বিগত বছরের মতো আগামী দিনগুলোতেও আমরা এই অনুষ্ঠানের সঙ্গে থাকব ইনশাআল্লাহ।’
এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে বলেন, ‘প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানটি এনটিভির পর্দায় দর্শকনন্দিত হবে বলে আমি আশা করছি। দেশের গণ্ডি পেরিয়ে বাইরের দেশ থেকেও প্রতিযোগীরা দেশের জন্য সম্মান বয়ে আনবে এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জন করবে।’
সভাপতির বক্তব্যে কুরআনের আলো ফাউন্ডেশনের নবনির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আবু ইউসুফ (রা.)–এর বাবা মাওলানা আবুল কাশেম বলেন ‘আমরা আল্লাহ তা’য়ালার প্রতি অগাধ বিশ্বাস ও তাঁর রহমত কামনা করে ১৮তম বারের মতো অনুষ্ঠানটি শুরু করছি। হাফেজে কুরআনদের জন্য স্বচ্ছ প্ল্যাটফর্ম গড়ে তাদেরকে বিশ্বের দরবারে তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
কুরআনের আলো ফাউন্ডেশনের সেক্রেটারি মুফতি মহিউদ্দিন–এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ইউআইটিএসের উপাচার্য আবু হোসেন ভুঁইয়া, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া, এনটিভির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান অঞ্জন কুণ্ডু, অনুষ্ঠানের প্রযোজক সাইফুল্লাহ সাইফসহ অনেকে। পাশাপাশি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজে কুরআন ও দেশের বরেণ্য আলেম-ওলামারা।
এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে দেওয়া হবে চার লাখ টাকা এবং ওস্তাদসহ পবিত্র ওমরাহ করার সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকা এবং ওমরাহ করার সুযোগ পাবেন। মোট পুরস্কারের পরিমাণ ২৫ লাখ টাকা।
১৮তম এই আসরের প্রধান পৃষ্ঠপোষকতায় বরাবরের মতো রয়েছে পিএইচপি ফ্যামিলি। কো-স্পনসর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক, স্মার্ট অ্যাকটিভ গোল্ড মেহেদি, বাংলা ক্যাট, সেভয় আইসক্রিম, ইনফিনিটি মেগা মল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এয়ার এশিয়া ও মেট রয়েল।