সেতু ভেঙে কলমাকান্দা-দুর্গাপুর যান চলাচল বন্ধ

নেত্রকোনা জেলার দুর্গাপুর-কলমাকান্দা সড়কের ভবানীপুর ব্রিজটি শনিবার সকালে ভেঙে যাওয়ায় এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসী জানায়, দুর্গাপুর থেকে ভেজা বালুবোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর সেতু পার হওয়ার সময় ট্রাকসহ সেটি ভেঙে পড়ে। এতে করে এ সড়কে চলাচলরত শতাধিক ট্রাক, বাস সড়কের দুই পাশে আটকা পড়ে।
নেত্রকোনার জেলার দুর্গাপুর-বিরিশিরি-শ্যামগঞ্জ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ায় দুর্গাপুর সোমেশ্বরী নদী থেকে প্রতিদিন শত শত বালু ও কয়লাবোঝাই ট্রাক কলমাকান্দা হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।
কলমাকান্দা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আসলাম বলেন, এ ব্যাপারে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।