কলসিন্দুরের কৃতী ফুটবলারদের সংবর্ধনা দিল পুলিশ

এএফসি অনূর্ধ্ব-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের জাতীয় দলের সদস্য ময়মনসিংহের কলসিন্দুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের তারেক স্মৃতি মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলের সদস্যদের পাশাপাশি কলসিন্দুর মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী অন্য ফুটবলারদেরও সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে দলনেতা ও খেলোয়াড়দের হাতে প্রাইজ মানি ও ক্রেস্ট তুলে দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। প্রথমে দলনেতা মার্জিয়া খাতুন ও বাংলাদেশের মেসি বলে পরিচিত ফুটবলকন্যা তহুরা খাতুনসহ জাতীয় দলের ১০ ফুটবলকন্যার হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন ধর্মমন্ত্রী। পরে অন্য অতিথিরা একে একে বাকি ১০ জন কৃতী মেয়ে ফুটবলার, কলসিন্দুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ কোচদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপস্থিত থেকে ক্রেস্ট বিতরণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পুলিশ সুপার মইনুল হক। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।