মংলায় ৭ নম্বর বিপদ সংকেত বহাল

ঘূর্ণিঝড় রোয়ানু আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপকূলীয় এলাকা অতিক্রম করতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আজও মংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত বহাল রাখা হয়েছে।
বিপদ সংকেত বহাল থাকায় মংলা বন্দর কর্তৃপক্ষ এলার্ট থ্রি জারি করেছে। এতে মংলা বন্দরে জাহাজ আগমন-নির্গমন ও পণ্য বোঝাই-খালাস কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
বন্দরে থাকা বিদেশি জাহাজসহ নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজগুলো সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এ ছাড়া সব ধরনের নৌযান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ঘূর্ণিঝড়টি কাছাকাছি চলে আসায় সকাল থেকে মংলা বন্দর ও উপকূলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যাচ্ছে। শুক্রবার রাত থেকেই মংলার ঝুকিপূর্ণ এলাকাগুলো থেকে লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় স্থানীয় প্রসাশন, সিপিপি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, বন বিভাগ, বন্দর কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এসব প্রতিষ্ঠানের বিপুল স্বেচ্ছাসেবী আশ্রয়কেন্দ্রে নেওয়া ও সম্পদ রক্ষায় কাজ করছেন। এদিকে দুযোর্গ পরবর্তী উদ্ধার তৎপরতার জন্য প্রস্তুত রয়েছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।